ছাত্র ফ্রন্ট সরকারি তোলারাম কলেজ শাখার মোমবাতি প্রজ্জ্বলন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তোলারাম কলেজ শাখার উদ্যোগে মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪ টায় সরকারি তোলারাম কলেজ পদ্মা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে এবং ২৫ মার্চ কাল রাত্রি উপলক্ষে সরকারি তোলারাম কলেজ শহীদের স্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
ইফতি আহাম্মেদ জিহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তোলারাম কলেজ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় অর্থ সম্পাদক ছাত্র নেতা সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তোলারাম কলেজ সাবেক সভাপতি বেলাল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা আহবায়ক সাইফুল ইসলাম, এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তোলারাম কলেজ শাখার সংগঠক সাবরু আরাফাত লিয়ন, জাহিদ হাসান, মেঘ মেলা প্রমুখ।