আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা

নারায়ণগঞ্জের আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার (৭ মার্চ) বেলা আড়াইটায় প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের কমন রুমে অনুষ্ঠিতআলোচনা সভায় বিভিন্ন ব্যাচের প্রতিনিধিত্বকারী প্রায় দুইশত প্রাক্তন ছাত্র অংশগ্রহণ করেন।
সভায় শতবর্ষ উদযাপনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া, স্কুলের অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের বক্তব্যে শতবর্ষ উদযাপন নিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ পায়।
স্কুলের সকল প্রাক্তন ছাত্রদেরকে নিজ নিজ ব্যাচের সাথে যোগাযোগ করে শতবর্ষ উদযাপনে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।