পরিবেশবান্ধব ভেজিটেবল লেদার উদ্ভাবন শিক্ষার্থী সাদিয়ার

নারায়ণগঞ্জের আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান সাদিয়া পরিবেশবান্ধব ভেজিটেবল লেদার (চামড়া) উদ্ভাবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে এই চামড়া দিয়ে আধুনিক মানের আকর্ষণীয় জুতো, স্যান্ডেল, ঘড়ির বেল্ট এবং ব্রেসলেট তৈরি করে তিনি ব্যাপক সাড়া ফেলেছেন।
এটি বাংলাদেশের প্রথম গবেষণামূলক উদ্ভাবন, যেখানে স্বল্পমাত্রায় ইন্ডাস্ট্রিভিত্তিক ভেজিটেবল লেদার তৈরির চেষ্টা কিছু বিদেশি দেশে হলেও, সাদিয়া এই কাজটি আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন করেছেন।
সাদিয়া, বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ও ডিজাইন ডিপার্টমেন্টের ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী, জানান যে, এই ভেজিটেবল লেদার তৈরির জন্য বিটরুট, কফি এবং কয়লার মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ পুনঃব্যবহারযোগ্য। তিনি বলেন, "এই ভেজিটেবল লেদার প্রকৃতির ক্ষতি না করেই উচ্চমানের বিকল্প দিতে সক্ষম।"
বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ও ডিজাইন বিভাগের প্রধান, তানজিল হাসনাইন মঈন রনীত বলেন, "এই উদ্ভাবন চামড়া শিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে এবং দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে টেকসই পরিবর্তন আনার সুযোগ তৈরি করবে।"
সাদিয়ার গবেষণার বিষয়ে আরও প্রশংসা করেছেন দেশের নামকরা ফ্যাশন হাউস, রঙ বাংলাদেশের ডিজাইনার সৌমিক দাস। তিনি বলেন, "এমন গবেষণা শিক্ষার্থীদের আরও উদ্যোগী হতে অনুপ্রাণিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ যদি এভাবে শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করে, তবে তাদের প্রতিভা বিকাশে আরও সাফল্য অর্জিত হবে।"
এদিন, আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের সি আর আই এর ডিরেক্টর অধ্যাপক ড. নাজমুল হাসান এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন এবং সাদিয়ার উদ্ভাবন ও বিশ্ববিদ্যালয়ের সাফল্য কামনা করেন।