শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই কলেজ অধ্যক্ষের বদলি আদেশ বাতিল

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ও সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষের বদলি আদেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ বাতিল করা হয়। এতে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস তাদের আগের পদেই বহাল থাকবেন বলে উল্লেখ করা হয়।
বদলি আদেশ বাতিলের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “গত কয়েকদিন শিক্ষার্থীরা আমার প্রতি যে অকৃত্রিম ভালোবাসা দেখিয়েছে এবং বদলির আদেশ প্রত্যাহারের জন্য যে প্রতিবাদ করেছে, তা আমার প্রত্যাশার চেয়েও বেশি। শিক্ষার্থীদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।”
এর আগে, (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রজ্ঞাপনে দুই অধ্যক্ষকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বদলির আদেশ দেওয়া হয়। ১৯ ফেব্রুয়ারির মধ্যে তাদের বর্তমান কর্মস্থল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এই আদেশ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ১৬ ফেব্রুয়ারি ক্লাস বর্জন করে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে। এরপর ১৮ ফেব্রুয়ারি তারা নারায়ণগঞ্জের চাষাঢ়া চত্বরে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে, যার ফলে চরম যানজটের সৃষ্টি হয়।
একই দাবিতে ১৯ ফেব্রুয়ারি সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীরাও কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে এবং জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি দেয়।