১২ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ইফফাত আরা

নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ইফফাত আরা

নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইফফাত আরা। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশার সহধর্মিণী।

নির্বাচিত হওয়ার পর বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যক্ষ সায়মা খানম নবনির্বাচিত সভাপতি ইফফাত আরাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় নবনির্বাচিত সভাপতি ইফফাত আরা স্কুল ও কলেজের সার্বিক উন্নয়নে এডহক কমিটির সদস্য ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার মান উন্নয়নসহ প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এডহক কমিটির সদস্য ছাড়াও সভায় নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের সাবেক অভিভাবক সদস্য সবুজসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ চার সদস্যের এডহক কমিটির অনুমোদন দেয়। নতুন কমিটিতে ইফফাত আরাকে সভাপতি, বিদ্যালয়ের অধ্যক্ষ সায়মা খানমকে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি শাহাদাত হোসেন এবং সুমনকে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়