০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

বিদ্যানিকেতন হাই স্কুলে সরস্বতী পূজা অনুষ্ঠিত

বিদ্যানিকেতন হাই স্কুলে সরস্বতী পূজা অনুষ্ঠিত

প্রতি বছরের মতো এবারও বিদ্যানিকেতন হাই স্কুলে ভাবগম্ভীর পরিবেশে বিদ্যাদেবী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। তিথি অনুযায়ী সোমবার সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে পূজা শুরু হয়।

সকাল ১০টায় কয়েকশ হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে অঞ্জলি প্রদান করা হয়, যা পূজার মূল আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটায়। পরে উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রসাদ বিতরণ ও আপ্যায়নের আয়োজন করা হয়।

সন্ধ্যায় আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় আরতি। ধূপ আর ঢাকের বাদ্যের তালে শিক্ষার্থীরা বিদ্যাদেবীর আরাধনা করেন। পূজার প্রতিটি আয়োজনই ছিল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উচ্ছ্বাসে পরিপূর্ণ।

সর্বশেষ

জনপ্রিয়