উৎসবমুখর পরিবেশে ’বিদ্যার দেবী’ সরস্বতী পূজা উদযাপন
নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের বিভিন্ন স্কুল-কলেজে সরস্বতী বন্দনায় মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। শিক্ষার্থীরা বিদ্যার দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন এবং সাফল্য ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
শিক্ষার্থীদের পাশাপাশি পূজায় অংশ নেন বিভিন্ন বয়সী ভক্তরা। এছাড়া, ঘরোয়া পরিসরেও অনেকেই দেবী সরস্বতীর পূজার আয়োজন করেন। বিভিন্ন পূজামণ্ডপে সাজসজ্জা ও আলোকসজ্জার মাধ্যমে উৎসবের পরিবেশ তৈরি করা হয়।
সরস্বতী পূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। ঢাকের বাদ্যে মুখরিত পরিবেশে পূজা উদযাপনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক সংগীত পরিবেশনা, প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা আরতির আয়োজন করা হয়।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস বলেন, “প্রতিবারের মতো এবারও আমাদের কলেজে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। তবে এবার উৎসবে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বেশি লক্ষ্য করা গেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে আনন্দ উদযাপন করছে।”