০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪২, ২ ফেব্রুয়ারি ২০২৫

তোলারাম কলেজে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারী সমাবেশ

তোলারাম কলেজে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারী সমাবেশ

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী সম্প্রীতি ও ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদেরা আমাদের জন্য জীবন দিয়েছেন, যাতে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। আমাদের যদি এই চেতনাশক্তি জাগ্রত না থাকে, তবে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে।"

তিনি আরও বলেন,"শিক্ষার্থীরা যদি ঐক্যবদ্ধ থাকতো, তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মতো সংগঠন সুযোগ পেত না। তাই ভবিষ্যতে তাদের প্রতিহত করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।"

মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব বলেন,"নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনের সময় অস্ত্র হাতে নিয়ে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। তারা এখনো নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতে চায়, কিন্তু তাদের কখনোই এখানে জায়গা দেওয়া হবে না।"

ছাত্রদলের সাধারণ সম্পাদক মনির হোসেন জিয়া বলেন, "আমরা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আন্দোলন করেছি। শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি, আবারও যদি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবো।"

ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলাম বলেন, "ছাত্রলীগ ও আওয়ামী লীগ তাদের পোস্টার লাগিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছে। কিন্তু আমরাও এখানে আছি, এবং তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবো।"

মহানগর ছাত্র মজলিসের সভাপতি শাহ নেওয়াজ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন: উপাধ্যক্ষ প্রফেসর শহীদুল ইসলাম, শিক্ষা ক্যাডার কাউন্সিলের সম্পাদক মঈনুল আশরাফ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী আসগর, তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুজ্জামান অনু, সহসাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ অপু, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদের সংগঠক মুন্নী আক্তার প্রত্যাশা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জাহিদ হাসান, নিরব রায়হান, মাহফুজ খাঁন, কলেজ সদর থানা ছাত্রদলের অনিক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ

সর্বশেষ

জনপ্রিয়