সন্তান কেমন মানুষের সাথে মিশছে, খেয়াল রাখতে হবে: শিক্ষা অফিসার
নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, "আপনাদের সন্তান স্কুলে পড়ালেখা করে ভালো রেজাল্ট করবে, এটা সবারই কাম্য। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে, শুধু ভালো রেজাল্টই না, পাশাপাশি ভালো মানুষ হচ্ছে কি না সেটাও খেয়াল রাখতে হবে।"
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, "আপনার পরিবারের মধ্যেই দেখতে পাবেন আপনার সন্তানের উন্নতি হচ্ছে কি না। তার আচার-আচরণ, কথা-বার্তা, বন্ধুদের সঙ্গে মেলামেশা লক্ষ রাখলেই আপনি এ বিষয়টি বুঝতে পারবেন। আপনাকে তার গাইড হিসেবে থাকতে হবে। সে পড়ালেখা করে কি না, কেমন মানুষের সাথে মিশছে, এসব খেয়াল রাখতে হবে।"
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, "শুধু পড়াশোনা নয়, পাশাপাশি শিক্ষার্থীদের উন্নয়নে অন্যান্য কার্যক্রমের দিকেও শিক্ষকরা লক্ষ রাখবেন। এতে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে।"
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, "একটি এলাকায় যদি সর্বাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকে, তাহলে সে এলাকা সবচেয়ে বেশি উন্নতি লাভ করে। পাশাপাশি এলাকা ও মানুষের উন্নয়ন হয়। শুধু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেই হবে না, সেসব প্রতিষ্ঠানকে সুশিক্ষা প্রদানে মনোনিবেশ করতে হবে।"
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রধান শিক্ষক হালিমা বেগম, কাজল রেখা ও মোক্তার হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকা।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ওবাইদুর রহমান টিপু।