আদর্শ স্কুলের উদ্যােগে তারুণ্যর ভাবনা উৎসব অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের উদ্যোগে সোমবার (২৭ জানুয়ারি) সকালে মাসদাইর আদর্শ স্কুল প্রাঙ্গণে "তারুণ্যর ভাবনা উৎসব" অনুষ্ঠিত হয়েছে।
"সুস্থ দেহে সুন্দর মন, খেলাধুলা আজীবন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, “নতুন প্রজন্ম আমাদের যা শিখিয়েছে, জাতি তা আজীবন মনে রাখবে, এবং আদর্শ স্কুল জেলা পেরিয়ে দেশের শীর্ষস্থানে জায়গা করে নিবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।
উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।