‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী’ আলোচনা সভা
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের উদ্যোগে ‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী’ শীর্ষক আলোচনা সভা বুধবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, আর সঞ্চালনা করেন আন্দোলনকারী শিক্ষার্থী নাসিমা আক্তার। সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আন্দোলনে আহত এবং নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, “বৈষম্য ও অবিচারের অবসান ঘটিয়ে একটি সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মের শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করতে হবে।”
আন্দোলনে নিহত শহীদ ফজলে রাব্বির মা বলেন, “সরকার যদি লাখ লাখ টাকা দেয়, তবুও আমার মন ভরবে না। আমি শুধু আমার সন্তানের হত্যার বিচার চাই। যে পুলিশ আমার ছেলেকে পিটিয়ে গুলি করে হত্যা করেছে, তাদের কঠোর শাস্তি চাই।”
দুই চোখ হারানো মাহবুব আলম বলেন, “আমার এই ত্যাগ দেশের স্বার্থে। আমি শিক্ষার্থীদের বলব, তোমরা দেশের যেকোনো ক্রান্তিকালে এগিয়ে যাবে।”
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, “আমরা স্বৈরাচারের বিরুদ্ধে মৃত্যুর মুখোমুখি হয়ে লড়েছি। দেশকে সমতার আদর্শে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
আলোচনা শেষে আহত এবং নিহতদের স্বজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।