১৪ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩২, ১৩ জানুয়ারি ২০২৫

তোলারাম কলেজে তিনদিনের তারুণ্যের উৎসব শুরু

তোলারাম কলেজে তিনদিনের তারুণ্যের উৎসব শুরু

তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনাকে ধারণ করে পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ‘তারুণ্যের উৎসব’ শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে কলেজ মাঠে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী বুধবার পর্যন্ত চলবে এ আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক বিমল চন্দ্র দাস বলেন, ‘আমাদের মেলার উদ্দেশ্য দুইটি। আমাদের উদ্দেশ্য, নারায়ণগঞ্জের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা এবং তরুণদের মাঝে যে উদ্ভাবনী শক্তি আছে তা সম্প্রসারণ করা।’

তারুণ্যের উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গণে কারু পণ্য, বই ও পিঠার স্টল দিয়েছেন শিক্ষার্থীরা। একই সাথে জুলাই অভ্যুত্থানে নিহত সরকারি তোলারাম কলেজের চার শিক্ষার্থীর স্মৃতিচিহ্ন নিয়ে প্রদর্শনীরও আয়োজন করেছে সহপাঠীরা।

শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ ছিল কলেজ প্রাঙ্গণে। স্টলগুলোতে পণ্য বিক্রয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষা সংশ্লিষ্ট সামগ্রীর প্রদর্শনীও রেখেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্রের জন্য বিগত শাসন ব্যবস্থাকে পেছনে ফেলে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে তরুণ শক্তিকে উজ্জীবিত করতে তারুণ্যের এ উৎসবের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে উদ্ভাবনী সৃজনশীল ধারণা নিয়ে শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করেছে।’

শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদের সংগঠক শিক্ষার্থী মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, ‘আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই তারুণ্য উৎসব সেই ঐক্যবদ্ধতা ধরে রাখার প্রয়াস।’

সর্বশেষ

জনপ্রিয়