০৩ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০২, ২৭ জানুয়ারি ২০২৪

বন্দরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বন্দরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় বন্দর থানার বালিয়া এলাকায় পাঠাগার প্রাঙ্গনে পাঠাগারের আহ্বায়ক ফাতেমা আক্তার মুক্তা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পাঠাগার উপদেষ্টা আবু নাঈম খান বিপ্লব, রবিউল আউয়াল (রবি মিয়াজি), পাঠাগার পরিচালক মুন্নী সরদার, ছাত্রনেতা সাইফুল ইসলাম, পাঠাগার সদস্য তানজিলা আক্তার, সানজিদা আক্তার ঋতু প্রমুখ।

আলোচকবৃন্দ বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার বাণিজ্যীকীকরণ, শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির কারনে ছাত্র সমাজ শিক্ষা জীবন থেকে ঝরে যাচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া থেকে রক্ষা করতে সমাজের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান। একই সাথে শিক্ষা বাণিজ্য বৈষম্য বন্ধ এবং শিক্ষা উপকরণের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়