০১ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৪৫, ১৯ মার্চ ২০২৫

গ্যাস চুরির অভিযোগে আসলাম সানির বিরুদ্ধে মামলা

গ্যাস চুরির অভিযোগে আসলাম সানির বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকেএমইএর সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী আসলাম সানির বিরুদ্ধে পোশাক কারখানায় বুস্টার ব্যবহার করে গ্যাস চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মালিকানাধীন অবন্তী কালার টেক্স কারখানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক লিটিগেশন ও পিআর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আসাদুজ্জামান পাঠান মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, আসলাম সানির মালিকানাধীন অবন্তী কালার টেক্স কারখানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের ১০ কোটি ১২ লাখ টাকা বিল বকেয়া থাকায় বৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপরও কারখানার মালিক অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার চালিয়ে যান। বিষয়টি জানতে পেরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ দ্বিতীয়বার সংযোগ বিচ্ছিন্ন করে। কিন্তু কারখানার মালিক আবারও অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপন করেন। ১০ মার্চ সকালে প্রযুক্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্মকর্তারা অভিযান চালিয়ে কারখানায় বুস্টার ব্যবহার করে গ্যাস চুরির প্রমাণ পান। বুস্টারের মাধ্যমে গ্যাস টেনে নেওয়ায় সরকারের প্রায় ৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে কর্মকর্তারা দাবি করেন।

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেন, "বুস্টার এমন একটি যন্ত্র, যা গ্যাসের চাপ কম থাকলেও তা টেনে নিয়ে ব্যবহার করা যায়। ফলে আশপাশের গ্রাহকরা প্রয়োজনীয় গ্যাস পান না। এটি একটি দুর্ধর্ষ চুরি।"

বিকেএমইএর সভাপতি মুহাম্মদ হাতেম বলেন, "যারা গ্যাস ও বিদ্যুৎ চুরি করবে, তাদের পক্ষে আমাদের কোনো সমর্থন নেই। আমাদের ব্যবসায়ী সংগঠনের কাছে গ্যাস বা পুলিশের সহায়তা চাইলে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব।"

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ

জনপ্রিয়