০৩ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০০:০১, ২২ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি

নারায়ণগঞ্জে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি

বেসরকারি ব্যবসায়ী খাত’ দেশের অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, ‘আমাদের অর্থনীতি খুবই ভালো ছিল৷ কিন্তু কোভিডের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে৷ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সরকার কাজ করছে, অনেকগুলো সমাধান হয়েছে, অনেকগুলো সমাধানের পথে৷’

শুক্রবার রাতে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের ‘প্যানেল পরিচিতি’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷
সালমান এফ রহমান বলেন, ‘কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা না বলে সরকার সব সমস্যা সমাধান করতে পারবে না৷ সমস্যার সমাধান করতে হলে ব্যবসায়ীদের পরামর্শ নিতে হবে৷’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পর্যায়ে নিয়ে এসেছেন, যেভাবে দেশের ইকোনমি বেড়েছে সেই সাথে তাল মিলিয়ে কাজ করেছে এফবিসিসিআই৷ জাতীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী প্রায় ৫ ঘন্টা সময় দিয়েছেন৷ কোন দেশের প্রধানমন্ত্রী ৫ ঘন্টা ব্যবসায়ীদের সাথে সময় দেন না৷ তার মানে উনিও বিশ্বাস করেন অর্থনীতির চালিকাশক্তি আসলে ব্যবসায়ীরা৷ ব্যবসায়ীরাই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে৷’

বিদ্যমান পরিস্থিতিতে ‘এবারের এফবিসিসিআই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেলটিকে সমর্থন দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন৷

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের নিজের স্বার্থে এ প্যানেলকে ভোট দেওয়া উচিত৷’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন, ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল প্রধান মাহবুবুল আলম, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আলী, বিকেএমইএ‘র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ৷

সভাপতিত্ব করেন বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান৷

রাত আটটায় নারায়ণগঞ্জ নগরীর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠান শুরু হয়ে রাত সাড়ে দশটায় শেষ হয়৷ পরে আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেন৷

সর্বশেষ

জনপ্রিয়