২২ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৭, ১৮ জুলাই ২০২৩

বাড়তে পারে আটা-ময়দার দাম

বাড়তে পারে আটা-ময়দার দাম
মিলে গম ভাঙানোর পর আটা লোড করা হচ্ছে ঠেলাগাড়িতে। মঙ্গলবার বিকেলে নিতাইগঞ্জ এলাকা থেকে তোলা।

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের সঙ্গে করা শস্যচুক্তি বাতিল করেছে রাশিয়া। এতে প্রভাব পড়ার সম্ভবনা রয়েছে দেশের আটা-ময়দার বাজারে। যদিও নারায়ণগঞ্জের পাইকারি বাজার নিতাইগঞ্জে এখনও বাড়েনি গম ও আটার দাম৷ তবে আগামীকাল বুধবার (১৯ জুলাই) থেকে গমের দাম মন প্রতি ১০-১৫ বাড়ার সম্ভবনা রয়েছে৷ সেক্ষেত্রে বাড়বে আটা, ময়দা ও ভূষির দামও৷

নিতাইগঞ্জের কয়েকজন পাইকারি ব্যবসায়ীর সাথে কথা হলে তারা এ তথ্য জানান৷ ব্যবসায়ীরা জানান, এ বাজারে মান অনুযায়ী মন প্রতি ১৪৫০ থেকে ১৮৫০ টাকায় গম কিনছেন৷ মিলে এসব গম ভাঙানোর পর বিক্রি করছেন ১৯২০ টাকা থেকে ২০০০ টাকায়৷

বাংলাদেশের মধ্যে অন্যতম খাদ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার নিতাইগঞ্জ। নিতাইগঞ্জে আটা, ময়দার মিল আছে প্রায় ৭০টি৷ তবে চলমান আছে প্রায় ৪০টি৷ এছাড়া দেশের বড় আটা-ময়দার মিলের কয়েকটি এই জেলায় অবস্থিত।

নিতাইগঞ্জের মিউকি ফ্লাওয়ার মিলসের ম্যানেজার রতন বাবু বলেন, গত একমাস যাবৎ বাজারদর স্বাভাবিক আছে৷ দাম বাড়েনি৷ বরং আগের তুলনায় দাম কমেছিল৷ তবে গমের দাম বাড়বে বলে কানাঘুষা চলছে৷ গমের দাম বাড়লে আটার দাম অটোমেটিক বাড়বে৷

তিনি আরও বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে একধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল৷ কৃষ্ণসাগর রুটের কারণে তার সমাধান হয়েছিল৷ এখন শুনতেছি আবারও প্রবলেম হইছে৷ এ কারণেই দাম বাড়ানোর সম্ভবনা৷’

একই কথা বললেন এ আর ফ্লাওয়ার মিলসের ম্যানেজার রবি শঙ্কর সাহা৷ তিনি বলেন, ‘বাজারে আজ থেকেই গমের দাম বাড়ানোর একটা আলাপ চলছিল৷ কিন্তু দাম বাড়েনি৷ তবে কালকে থেকে বাড়ার সম্ভবনা রয়েছে৷ বাড়লে সেটা অন্তত ১০-১৫ টাকা বাড়বে৷ এক্ষেত্রে আটার দামও বাড়বে৷’

নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, ‘শুনতেছি ইউক্রেনের সাথে চুক্তিভঙ্গের বিষয়ে৷ সারাবিশ্বেই এতে খাদ্য সংকট দেখা দিবে৷ যদিও আমরা শুধু ইউক্রেন থেকেই না কানাডাসহ অন্য দেশ থেকেও গম আমদানি করি৷ তবে যদি সংকট তৈরি হয় সেক্ষেত্রে গম মন প্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তে পারে৷ সেক্ষেত্রে আটা, ময়দার দামও বাড়বে ৩০০-৪০০ টাকা৷’

তবে এখনই দাম এতোটা বাড়বে বলে মনে করছেন না ব্যবসায়ী মালিক সমিতির এ নেতা৷

সর্বশেষ

জনপ্রিয়