২২ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৩১, ২৪ জুন ২০২৩

৩৫ মন ওজনের ’ডোনাল্ড ট্রাম্প’ দেখতে ভীড়

৩৫ মন ওজনের ’ডোনাল্ড ট্রাম্প’ দেখতে ভীড়

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার অস্থায়ী পশুর হাটটিতে দেখা মিলেছে বিশাল আকৃতির এক গরুর৷ গরুটির মালিক আবু বক্কর বেপারী আদর করে নাম রেখেছেন 'ডোনাল্ড ট্রাম্প'৷

শনিবার বিকেলে হাটে প্রবেশ করতেই মাইকে ভেসে আসছিল 'ডোনাল্ড ট্রাম্প' নামে গরুটির নাম৷ হাটে হাসিল পরিশোধের কাউন্টারের বা পাশে বাঁধা অবস্থায় পাওয়া যায় 'ডোনাল্ড ট্রাম্প' নামে গরুটিকে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচিত সাবেক প্রেসিডেন্টের নামের সাথে মিল থাকা গরুটি নিয়ে হাটে আসা লোকজনের মধ্যে রয়েছে বেশ উৎসাহ৷ বিশাল আকৃতির গরুটির সাথে ছবিও তুলতে দেখা যায় কয়েকজনকে৷

বেপারী আবু বক্করের বাড়ি সিরাজগঞ্জের শাহ্জাদপুর উপজেলায়৷ দুই দশকেরও বেশি সময় ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন হাটে কোরবানির পশু নিয়ে আসেন তিনি৷ এবার ২২টি গরু নিয়ে এসেছেন৷ এর মধ্যে দু'টি গরুর ওজন হাজার কেজির উপরে৷ অন্যগুলো তুলনামূলক ছোট, মাঝারি আকারের৷

'ডোনাল্ড ট্রাম্প' নামের গরুটির ওজন প্রায় ৩৫ মন৷ ফ্রিজিয়ান জাতের স্বাস্থ্যবান এ গরুটির উচ্চতা প্রায় সাড়ে সাত ফুট এবং লম্বায় ১২ ফুট বলে জানান আবু বক্কর৷ গরুটির মূল্য হাঁকছেন ১৬ লাখ টাকা৷

আবু বক্করের সাথে নারায়ণগঞ্জে প্রথমবারের মতো এসেছেন স্নাতকপড়ুয়া ছেলে শামীম হোসেন৷ শাহ্জাদপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগে প্রথম বর্ষে পড়ছেন তিনি৷

শামীম বলেন, বাছুর বয়স থেকে সাড়ে তিন বছর ধরে বাবার সাথে গরুটির দেখভাল করেছেন তিনিও৷ অল্প বয়স থেকেই বেশ হৃষ্টপুষ্ট (স্বাস্থ্যবান) থাকায় সাদা ও কালো রঙের মিশেলের গরুটিকে আদর করে নাম দিয়েছিলেন 'ডোনাল্ড ট্রাম্প'৷ খড়, ভূষিসহ প্রাকৃতিক খাবার খাইয়েছেন গরুটিকে৷ গরু মোটাতাজাকরণে কৃত্রিম কোন পদ্ধতির আশ্রয় নেননি বলে দাবি শামীমের৷

গত মঙ্গলবার ঢাকেশ্বরীর অস্থায়ী হাটটিতে গরুটি তুলেছেন৷ এখন পর্যন্ত ক্রেতাদের পক্ষ থেকে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত প্রস্তাব এসেছে৷ তবে আবু বক্কর হাকছেন ১৬ লাখ টাকা৷ কাছাকাছি দাম পেলে বিক্রি করার আশা তার৷

'ডোনাল্ড ট্রাম্প' ছাড়াও বড় আকৃতির আরেকটি গরু এবারের হাটে তুলেছেন আবু বক্কর৷ কালো রঙের ওই গরুটির নাম রেখেছেন 'ডিপজল'৷ এ গরুটির ওজন প্রায় ২৫ মন বলে জানান বেপারী আবু বক্কর৷ 

কোরবানির আরও কয়েকদিন বাকি আছে৷ গ্রাম থেকে আনা ২২টি গরুই হাটে বিক্রি করে ফেরার আশা তার৷
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকাগুলোতে এবার ১৭টি অস্থায়ী হাটের ইজারা দেওয়া হয়েছে৷ নাসিকের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার ইব্রাহিম টেক্সটাইলের বালুর মাঠের অস্থায়ী এ পশুর হাটটির ইজারা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহ্ আলম৷ কয়েক বছর ধরে হাটটির ইজারা নিয়ে পরিচালনা করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা৷ হাট পরিচালনার লভ্যাংশ মুক্তিযোদ্ধাদের মাঝে ভাগ করে দেওয়া হয়৷

হাটের ইজারাদার শাহ্ আলম বলেন, এখন পর্যন্ত সিরাজগঞ্জ, কুমিল্লা, টাঙ্গাইলসহ বিভিন্ন অঞ্চল থেকে ২ হাজার গরু উঠেছে এ হাটে৷ গরুর পাশাপাশি ছাগল ও ভেড়াও এনেছেন বেপারীরা৷ ক্রেতাদের আনাগোনা রয়েছে, তবে বিক্রি তেমন হচ্ছে না৷ কোরবানির সময় যত সামনে আসবে তত বিক্রি বাড়বে৷

হাটে আসা বেপারীদের নৌ ও সড়কপথে বিভিন্ন হাটে জোর করে গরু নামিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন এ ইজারাদার৷ তিনি বলেন, গতবারের তুলনায় গরু কম উঠেছে হাটে৷ বিভিন্ন জায়গায় জোর করে বেপারীদের গরু নামিয়ে রাখা হচ্ছে৷ এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত দিয়েছেন বলেও জানান তিনি৷

সর্বশেষ

জনপ্রিয়