দীর্ঘ ৯ মাস পর চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস

জুলাই আন্দোলনের সময় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সংস্কার কাজ শেষে পুনরায় চালু হচ্ছে সেবাকেন্দ্রটি। দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর চলতি মাসের শেষে অনলাইনে এবং আগামী মাসের শুরু থেকে সরাসরি সেবা গ্রহণ করতে পারবেন পাসপোর্টপ্রত্যাশীরা।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “আগামী ৩০ এপ্রিল দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হবে এবং আগামী ৪ মে থেকে স্বশরীরে নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসে আবেদন জমা, বায়োমেট্রিক এনরোলমেন্টসহ অন্যান্য কার্যক্রম চালু হবে।”
গত বছর ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে নারায়ণগঞ্জ সাইনবোর্ড সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিস সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে অফিস ভবন, আসবাবপত্র এবং গ্রাহকদের প্রস্তুতকৃত প্রায় ৫ হাজার পাসপোর্ট নষ্ট হয়ে যায়। ফলে কর্তৃপক্ষ অফিসটি বন্ধ করে দেয়।
তবে সেবা চালু রাখতে পাসপোর্ট বিভাগ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে। নারায়ণগঞ্জ জেলাকে তিনটি ভাগে ভাগ করে পার্শ্ববর্তী কেরানীগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ জেলা অফিস থেকে সেবা দেওয়া হয়।
এ ব্যবস্থায় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লার বাসিন্দাদের কেরানীগঞ্জ, সোনারগাঁ ও রূপগঞ্জের বাসিন্দাদের নরসিংদী, এবং বন্দর ও সিদ্ধিরগঞ্জবাসীদের মুন্সীগঞ্জ অফিসে সেবা নিতে হয়। তবে পার্শ্ববর্তী জেলায় গিয়ে সেবা নিতে গিয়ে অনেকেই ভোগান্তিতে পড়েন। বিশেষ করে দালাল চক্রের তৎপরতায় সেবাপ্রার্থীদের বিড়ম্বনা বেড়ে যায়। ফলে বহু মানুষ নারায়ণগঞ্জ অফিস চালুর অপেক্ষায় ছিলেন।
অবশেষে অফিসটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় আবারও নিজ জেলার অফিস থেকেই সেবা নিতে পারবেন নারায়ণগঞ্জবাসী। এতে পাসপোর্টপ্রত্যাশীদের দুর্ভোগ কমবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।