জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।
সভায় জেলা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাসানুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) মো. মোমিনুল ইসলাম, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, সিনিয়র সহকারী জজ বিপ্লব দেব নাথ ও শারমিন আক্তার পিংকি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন, জেল সুপারিনটেনডেন্ট ফোরকান ওয়াহিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন নেছা, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান, সরকারি উকিল (জিপি) খন্দকার আবুল কালাম আজাদ, বিশেষ পিপি (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) মো. খোরশেদ আলম মোল্লা এবং সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার নূর ফারজানা।
সভায় সভাপতির বক্তব্যে আগামী ২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫’ সফলভাবে উদযাপন ও সর্বস্তরের মানুষের মধ্যে সরকারি লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। তিনি বলেন, “অসহায় ও দরিদ্র মানুষ যেন অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্য লিগ্যাল এইড কার্যক্রমের প্রচার ও প্রসার নিশ্চিত করতে হবে।”