পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের চিটাগং রোড এলাকায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২২ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনা ও তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পণ্যে পাটজাত মোড়কের পরিবর্তে বিকল্প মোড়ক ব্যবহার করে আইন লঙ্ঘন করেছে। এ কারণে আইন লঙ্ঘনের দায়ে মোট চারটি মামলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ২৮,০০০ (আটাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব ও দেশীয় পাটশিল্পকে সুরক্ষা দিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।