আলী রেজা রিপনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ পৌরসভার (বিলুপ্ত) প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার ছেলে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২১ এপ্রিল) নগরীর হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মিলনায়তনে এই দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিন হামিদি এবং উপস্থাপনায় ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ আশরাফি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।
সভায় আরও উপস্থিত ছিলেন: মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মনির, মাওলানা মুফতি ইকরাম হোসেন খান, মাওলানা জহিরুল ইসলাম ফরাজী,
মাওলানা বেলাল, এবং মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
আলোচনায় আহাম্মদ আলী রেজা উজ্জ্বল তার প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, “আল্লাহ যেন আমার ভাই মোহাম্মদ আলী রেজা রিপনকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করেন।”