২৪ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩২, ২১ এপ্রিল ২০২৫

চাষাড়ায় মোবাইল কোর্টে অবৈধ দোকান উচ্ছেদ, ৭ মামলায় জরিমানা

চাষাড়ায় মোবাইল কোর্টে অবৈধ দোকান উচ্ছেদ, ৭ মামলায় জরিমানা

নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করে রাস্তার উপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার (২১ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।

অভিযানকালে চাষাড়া মোড়ে রাস্তার উপর স্থাপিত অবৈধ ফলের দোকান, ভ্যান ও অন্যান্য দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এতে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসে।

মোবাইল কোর্টে ৭টি পৃথক মামলায় মোট ৫,৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
 

সর্বশেষ

জনপ্রিয়