সাইনবোর্ডে ব্যানার-পোস্টার অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জেলা পরিষদ থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কের উভয় পাশে থাকা ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।
একইসঙ্গে সাইনবোর্ড এলাকার ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। রাস্তায় বাস, লেগুনা ও অন্যান্য যানবাহন যেগুলো পার্কিং করে যানজট সৃষ্টি করছিল, সেগুলো সরিয়ে নেওয়া হয় এবং চালকদের সতর্ক করা হয়।
অভিযান শেষে সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত কিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।
প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, জনদুর্ভোগ কমাতে এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।