১৯ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৩, ১৫ এপ্রিল ২০২৫

গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি: তিন ট্রাক ব্যানার-সাইনবোর্ড অপসারণ

গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি: তিন ট্রাক ব্যানার-সাইনবোর্ড অপসারণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পরিবেশবান্ধব কর্মসূচি “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ”-এর অংশ হিসেবে মঙ্গলবার (১৫ এপ্রিল) একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে চাষাড়া মোড় থেকে পঞ্চবটী সড়কের পুলিশ লাইন্স পর্যন্ত রাস্তার দুই পাশ থেকে অবৈধ ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ-এর নেতৃত্বে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ অভিযান।

অভিযানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সার্বিক সহযোগিতা করে। অভিযানে প্রায় তিন ট্রাক পরিমাণ অবৈধ ব্যানার ও সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শহরের সৌন্দর্য রক্ষা ও পরিচ্ছন্ন নগরী গড়তেই এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

সর্বশেষ

জনপ্রিয়