৩০ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৮, ৯ এপ্রিল ২০২৫

সোনালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখায় দুদকের অভিযান 

সোনালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখায় দুদকের অভিযান 

বন্ধকী জমি কম দামে বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে নারায়ণগঞ্জ শহরের সোনালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখাটিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৯ এপ্রিল) দুপুরে শহরের এক নম্বর রেলগেইট এলাকায় অবস্থিত শাখাটিতে অভিযান চালায় দুদকের একটি দল।

দুদক সূত্র জানায়, ব্যাংকটির এ শাখার বন্ধকী জমি কম দামে নিলামে বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ জমা পড়েছে দুদকে। বিষয়টি নিয়ে তদন্ত করছে দুদক। এরই অংশ হিসেবে ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ শাখায় যায় দুদকের একটি দল। সেখানে নিলাম সংক্রান্ত নথিপত্রও পর্যালোচনা করা হয়। এছাড়া, দরপত্র ও প্রযোজ্য নীতিমালাও সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা তাও যাচাই করা হয়।

একই সঙ্গে নিলামের বিক্রয়মূল্য যাতে সংশ্লিষ্ট জমির বাজারমূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানায় দুদক। এ বিষয়ে তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানায় সূত্রটি।

যদিও সোনালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বহু পুরোনো মামলার তদন্তের জন্যও প্রায়ই দুদক ব্যাংকের বিভিন্ন শাখায় যায়। আজ তারা যে অভিযোগের বিষয়টি তদন্তে এসেছেন সেই জমিটি এখনও বিক্রিই হয়নি। বিক্রি না হলে তো অনিয়মেরও সুযোগ নেই।”

সর্বশেষ

জনপ্রিয়