১৫ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৮, ৭ এপ্রিল ২০২৫

মায়ের কবরে শায়িত হলেন আহাম্মদ আলী রেজা রিপন

মায়ের কবরে শায়িত হলেন আহাম্মদ আলী রেজা রিপন

মায়ের কবরে সমাহিত করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপনের মরদেহ৷ সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়৷

এর আগে দেওভোগে ও কেন্দ্রীয় কবরস্থানের সামনে দু’টি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়৷ জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন৷

নারায়ণগঞ্জ পৌরসভার (বিলুপ্ত) প্রথম চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার ছেলে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোটভাই আহাম্মদ আলী রেজা রিপন সোমবার সকাল সাড়ে আটটার দিকে ইন্তেকাল করেন৷

স্বজনরা জানান, ৫৫ বছর বয়সী রিপন সকালে হার্ট-অ্যাটাক করেন৷ তাকে দ্রুত শহরের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলেও সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

আলী রেজা রিপনের মৃত্যুতে নারায়ণগঞ্জে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ চুনকা কুটিরে ভিড় করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ

জনপ্রিয়