ত্বকী হত্যার ১৪৫ মাস উপলক্ষে আলোকপ্রজ্বালন কর্মসূচি মঙ্গলবার

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪৫ মাস উপলক্ষে ত্বকীসহ সকল হত্যার বিচারের দাবিতে আলোকপ্রজ্বালন কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। আগামী মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রবিবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রচার ও দপ্তর সম্পাদক অপার অরণ্য এই তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (রবিবার) তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪৫ মাস পূর্ণ হলো। শেখ হাসিনার নির্দেশে তার সরকার দীর্ঘ সাড়ে এগারো বছর এ বিচারটি বন্ধ করে রেখেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচার প্রক্রিয়া আবার শুরু করলেও, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। একই সঙ্গে প্রশ্ন উঠেছে ঘাতক ওসমান পরিবারের পালিয়ে যাওয়ার বিষয়েও।
উল্লেখ্য ত্বকী হত্যার বিচার দাবিতে প্রতি মাসের ৮ তারিখে সন্ধ্যায় আলোকপ্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।