ঈদের সকালে রোগী ও ট্রাফিক পুলিশের মাঝে টিম খোরশেদের নাস্তা বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি থাকা রোগী, নার্স এবং সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে পুষ্টিকর প্রাতঃরাশ (দুধ, জুস, বিস্কুট ও কেকের বক্স) বিতরণ করেছে মানবিক সংগঠন টিম খোরশেদ।
ঈদের নামাজ শেষে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা প্রথমে দুই হাসপাতালে গিয়ে রোগী ও দায়িত্বরত নার্সদের হাতে নাস্তার প্যাকেট তুলে দেন। পরে শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের মাঝেও একইভাবে নাস্তা বিতরণ করা হয়।
টিম খোরশেদের দলনেতা ও সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “আমরা আসলে দুর্গত মানুষ ও নাগরিক সেবায় নিয়োজিতদের ঈদের আনন্দে সামান্য অংশীদার হওয়ার চেষ্টা করি। তাদের মুখে একটি হাসি ফুটিয়ে তুলতেই আমাদের এই আয়োজন।”