পুনঃনির্মিত ’পাইকপাড়া জামে মসজিদ’ উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় অবস্থিত পুনঃনির্মিত 'পাইকপাড়া জামে মসজিদ' শুক্রবার (২৮ মার্চ) দুপুরে জুম্মার নামাজের সময় মুসুল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। মসজিদটির উদ্বোধন ফলক উন্মোচন করেন ফকির এ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান (সিআইপি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি এস.কে ওয়জেদ আলী এবং অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ, ব্যবসায়ী জসিম উদ্দিন মৃধা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জুম্মার নামাজের মধ্য দিয়ে মসজিদটি এলাকাবাসীর জন্য উন্মুক্ত করা হয়। পুনঃনির্মিত এই মসজিদটিতে প্রায় দুই হাজারের অধিক মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। নতুন মসজিদের নামাজ পড়তে এসে উচ্ছ্বসিত মুসল্লিরা তাদের অনুভূতি প্রকাশ করেছেন।