ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে প্রশাসনের মোবাইল কোর্ট

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট নিরসন এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
শুক্রবার ২৮ মার্চ দুপুরে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী সাইনবোর্ড, ভূঁইঘর এবং শিবু মার্কেট এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি), মো. আসাদুজ্জামান নূর এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নদী পরিবহন, তিশা পরিবহন, আল মোবারক পরিবহনকে ২১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা আদায় করা হয়।
এছাড়াও, পরবর্তীতে যদি এমন অভিযোগ পাওয়া যায়, তাহলে কারাদণ্ড আরোপসহ কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।