উকিলপাড়া জামে মসজিদে ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকায় অবস্থিত মসজিদে এ ইফতারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মসজিদ কমিটির লোকজন জানান, রমজানের প্রতিদিনই সাধারণ মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। শবে কদরের রাত হিসেবে বৃহস্পতিবার বিশেষ আয়োজন করা হয়।
উকিলপাড়া জামে মসজিদের একটি বিশেষত্বের কথাও জানান মুসুল্লিরা। তারা বলেন, ২০১৫ সাল থেকে এ মসজিদে ফজরের নামাজের পরপর ঈদের জামাতের আয়োজন করা হয়। ফজরের নামাজের যে নিষিদ্ধ কিছুক্ষণ সময় থাকে যখন নামাজ আদায় নিষেধ, তা পার হলেই ঈদের প্রথম জামাতটি শুরু হয়। এতে পাঁচ ওয়াক্ত মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা মুসুল্লিদের জন্য সুবিধা হয়।
এবার ঈদের জামাত পড়াবেন মসজিদের ইমাম এহ্তেশামুল হক।