ঈদ করতে নারায়ণগঞ্জ ছাড়ছেন ঘরমুখো মানুষ

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ ছাড়তে শুরু করেছেন জীবিকার তাগিদে এ জেলায় বসবাসকারী লোকজন। শহরের বিভিন্ন রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাট ঘরমুখো মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সপ্তাহের শেষদিনে নাড়ির টানে শহর ছাড়তে শুরু করেছেন লোকজন। নারায়ণগঞ্জ থেকে ছাড়া যশোর, দিনাজপুর, রংপুর, বগুড়া, সিলেট, বরিশাল, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলাগামী পরিবহনগুলোর কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।
অনেকেই অগ্রিম টিকিট কিনে রেখেছিলেন। ঈদযাত্রার বাস, ট্রেন ও লঞ্চের অগ্রিম টিকিট অনলাইন ও অফলাইনে কয়েকদিন আগে থেকেই বিক্রি শুরু হয়েছিল।
সিরাজগঞ্জগামী যাত্রী মো. রাছেল জানান, তিনি আগেভাগেই টিকিট কেটে রেখেছিলেন। কর্মস্থল থেকে ছুটি পেয়েই বাস কাউন্টারে এসেছেন গ্রামে ফিরে একমাত্র কন্যা ও মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতে।
সোহাগ পরিবহনের স্টাফ মো. আলমগীর হোসেন বলেন, “২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চের টিকিট আগেই বুকিং হয়ে গেছে। সকাল থেকে অনেক যাত্রী এসে ফিরে গেছেন।”
ফতুল্লা লঞ্চঘাটে যাত্রী মানিকা আক্তার মনি বলেন, “স্বামী ছুটি পাবে শনিবার, তাই আমরা আগেভাগেই যাচ্ছি। এখন অপেক্ষা, কখন বাড়ি পৌঁছব।”
শ্যামলী এনআর ট্রাভেলসের স্টাফ ইয়াছিন আরাফাত জানান, “২৫ মার্চ থেকেই সব গাড়ি পরিপূর্ণ যাত্রী নিয়ে চলছে। ঈদ উপলক্ষে অনেকেই ২-৩ দিন আগেই টিকিট কেটে রাখছেন, তবে এবার চলতি যাত্রীর সংখ্যাও বেশি।”
তবে যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তুলেছেন। তবে পরিবহন কাউন্টার স্টাফরা বলছেন, ঈদ উপলক্ষে ভাড়া বাড়ানো হয়নি।
বাস, ট্রেন ও লঞ্চের পাশাপাশি প্রাইভেট কার ও হাইয়েস ভাড়া করেও বাড়ি ফিরছেন অনেকে।