মেট্রোরেলের আদলে নতুন ট্রেন সার্ভিসে থাকবে যেসব সুযোগসুবিধা

মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে ২৬ মার্চ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে ‘নারায়ণগঞ্জ কমিউটার’ নামে নতুন ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার বিশেষ অনুরোধে এবং বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে এই ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন।
এ ট্রেনটি সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আনুমানিক ১১ টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ পৌঁছাবে এবং পরবর্তীতে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ ত্যাগ করবে।
চট্টগ্রামের পাহাড়তলীর রেলওয়ে কারখানায় পুরাতন কোচ সংস্কার ও মেরামতের মাধ্যমে মেট্রোরেলের আদলে প্রস্তুত কোচ দিয়ে এ ট্রেনটি স্ট্যান্ডিং (দাঁড়িয়ে থাকা) যাত্রী পরিবহন করবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, গত বছর থেকে স্বল্প দূরত্বের রুটে চলাচলের উপযোগী মেট্রোস্টাইল কোচ তৈরি শুরু হয় এবং পুরাতন কোচগুলো মেরামত করে মেট্রোরেলের আদলে রূপান্তর করা হয়েছে। এতে আগের আসনগুলো সরিয়ে দুপাশে নতুন আসন বসানো হয়েছে, কোচের ফ্লোরে ম্যাট বসানো হয়েছে এবং প্রয়োজনীয় লাইট ও ফ্যান সংযুক্ত করা হয়েছে। দাঁড়িয়ে যাত্রার সুবিধার্থে স্ট্যান্ড ও পিলার স্থাপন করা হয়েছে। প্রতিটি কোচে ৬০ জনের মতো বসতে পারবেন এবং আরও ৫০-৬০ জন দাঁড়িয়ে যাত্রা করতে পারবেন। যাত্রীদের স্বাচ্ছন্দ ভ্রমণের সুবিধার্থে ১১টি কোচ দ্বারা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন করা হবে। ফলে বিদ্যমান আট জোড়া কমিউটার ট্রেনের কোচ নতুন কোচ দ্বারা প্রতিস্থাপিত হবে।
এই নতুন ট্রেন সার্ভিসের মাধ্যমে যাত্রীদের জন্য আরও উন্নত যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হবে, যা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক ও সময়নিষ্ঠ করবে।