১৩ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৮, ১২ মার্চ ২০২৫

আপডেট: ২২:২৩, ১২ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে বিভিন্ন শ্রেণিপেশার মিলনমেলা

নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে বিভিন্ন শ্রেণিপেশার মিলনমেলা

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী, রাজনীতিক ও নাগরিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সম্মিলন ঘটেছে৷

বুধবার (১২ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন বহুতল ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়৷ এতে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমাগম ঘটে৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া৷

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি কাশেম জামাল, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু, জাতীয় নাগরিক পার্টির সদস্য শওকত আলী, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক নিরব রায়হান, মহানগর শাখার আহ্বায়ক মাহফুজ খানসহ চেম্বারের পরিচালক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী লোকজন৷

সর্বশেষ

জনপ্রিয়