১৩ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৪, ১২ মার্চ ২০২৫

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস চালুর দাবিতে স্মারকলিপি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস চালুর দাবিতে স্মারকলিপি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় এসি বাস চালুর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতৃবৃন্দ বিআরটিসির প্রধান কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার (১২ মার্চ) সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে প্রতিনিধি দল বিআরটিসির চেয়ারম্যান ড. অনুপ সাহার সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানায়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণপরিবহনে বিআরটিসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বেসরকারি পরিবহনের বিশৃঙ্খলার মধ্যে বিআরটিসির সেবা জনসাধারণের জন্য কিছুটা স্বস্তির কারণ। বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি দ্বি-তল বাস চললেও ২০১১ সালে চালু হওয়া এসি বাস সার্ভিস দলীয় দুর্নীতির কারণে বন্ধ হয়ে যায়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ৬৫ টাকা ভাড়ায় এসি বাস পুনরায় চালু হয়, যা নারায়ণগঞ্জবাসীর জন্য স্বস্তিদায়ক ছিল। কিন্তু কয়েক মাস পর তা আবার বন্ধ হয়ে যায়, যা যাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে।

প্রতিনিধি দল বিআরটিসি চেয়ারম্যানের কাছে অনুরোধ জানায়, গরমের সময় অন্তত ৩০টি এসি বাস চালু করে যাত্রীদের দুর্ভোগ লাঘব করা হোক। তারা আশা প্রকাশ করেন যে, গণ-পরিবহন সেবায় সমতা আনতে এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিআরটিসি যথাযথ উদ্যোগ নেবে।

বিআরটিসি চেয়ারম্যান ড. অনুপ সাহা দ্রুত এসি বাস চালুর ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তিনি জানান, যাত্রীদের সুবিধার্থে এই রুটে পর্যাপ্ত এসি বাস সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু্‌, সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা। 

সর্বশেষ

জনপ্রিয়