’গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ অভিযানে ব্যানার-ফেস্টুন অপসারণ

নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়নের লক্ষ্যে "গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ" কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে মঙ্গলবার সাইনবোর্ড-চাষাড়া লিংক রোড থেকে চার ট্রাক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড অপসারণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধি ও অননুমোদিত প্রচার সামগ্রী অপসারণ করা হচ্ছে।
মঙ্গলবার অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, অননুমোদিত স্থানে পোস্টার, ব্যানার, ফেস্টুন স্থাপন নিরুৎসাহিত করা হবে। জেলার বিভিন্ন ব্যক্তি, সংঘ এবং প্রতিষ্ঠানকে অবৈধ প্রচার সামগ্রী ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিবেশবান্ধব নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচি শহরের সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশ সংরক্ষণ ও শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।