রঙ তুলিতে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ

বিদ্যমান নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল সারাদেশ। বিভিন্ন জেলা শহরের মতো নারায়ণগঞ্জেও ‘ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ’ ব্যানারে গত তিনদিন ধরে চলছে নানা আয়োজন। তারই ধারাবাহিকতায় নারী ও শিশু ধর্ষণের বিচারের দাবিতে চাষাঢ়া শহিদ মিনারে আয়োজন করা হয় ‘ক্যানভাসে নারীর জন্য নিরাপদ নগরী’ শিরোনামে এক বিশেষ কর্মসূচি। রঙ তুলির আচরে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানায় নারায়ণগঞ্জবাসী।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাষাঢ়া শহিদ মিনারে এ আয়োজন চলে।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিশু, বয়োজ্যেষ্ঠসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এমনকি তিন বছরের শিশু কাহলিন জিবরানকেও ক্যানভাসে প্রতিবাদ জানাতে দেখা যায়।
এ সময় ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “এই ক্যানভাসের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই নারীর ভাবনা ও আকাঙ্ক্ষাগুলো। নারীর জন্য নিরাপদ নগরী গড়তে আমাদের সোচ্চার হতে হবে। শুধু ধর্ষণের প্রশ্নে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন সভা-সমাবেশেও নারীর প্রতি বিদ্বেষী আচরণ বন্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই একাডেমিক শিক্ষা থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে নারী-পুরুষের সহাবস্থান নিশ্চিত করা হোক। দেশে এমন অনেক আইন রয়েছে যা নারীর সম্মানহানির কারণ হয়। এসব আইন সংস্কার ও নারীর প্রতি সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে হবে।”
"গত ৫৩ বছরে ঘটে যাওয়া সব নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনকে আরও কার্যকর করতে হবে।"
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্যাপার সমন্বয়ক শাশ্বতী পাল, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, চিত্রশিল্পী সফিউল আলম সাব্বির, জাহিদ হৃদয়, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী সজিব ঘোষ, মহেন্দ্র গাইন, রিয়েল বড়ুয়া, আরিফুর রহমান, অর্ঘ্য চক্রবর্তী, কৌশিক মণ্ডল, মৃত্তিকা কবির, অভি কর নয়ন, ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সৌরভ সেন, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক মাহীন মৃধা, সাধারণ সদস্য আশা মণি, তোলারাম কলেজের শিক্ষার্থী মুন্নি আক্তার প্রত্যাশা, রাইসা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান মিম।