ধর্ষণের সকল ঘটনার বিচার নিশ্চিতের দাবি

সারাদেশে নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে শহরের মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী পুরুষ। রোববার (৯ মার্চ) সন্ধ্যা সাতটায় ‘ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ’ ব্যানারে এ মিছিল বের হয়।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে।
নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আবৃত্তি শিল্পী ফাহমিদা আজাদ, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের সভাপ্রধান দিনা তাজরিন, নভেরার সংগঠক ডা. ফারজানা মৌসুমী, দলিত সম্প্রদায়ের নারী প্রতিনিধি সনু রানী দাস, নারী সংহতি জেলার সদস্য সচিব পপি রানী সরকার, শিল্পী সুমনা আক্তারসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
‘চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙ্গা রথে এগিয়ে চলার দায়’- কবিতার এ লাইন উচ্চারণ করে সমাবেশে বক্তারা বলেন, “নারী আগে মানুষ। কেন নারীকে ধর্ষণের শিকার হতে হবে। কেন ওয়াজ মাহফিলের নামে নারী বিদ্বেষী কথা সামাজিকভাবে প্রচলিত থাকবে। কেন নারীকে ধর্ষিতা গালি শুনতে হবে। ধর্ষণের ঘটনার নারীর কোনো অপরাধ নেই। ওই শিশুর তো কোনো অপরাধ নেই। ধর্ষিতা শব্দটি তুলে দেয়া হোক। যেকোনো স্থানে নারী বিদ্বেষী বক্তব্য ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হোক।”
তারা আরও বলেন, “দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি ভেঙ্গে ফেলতে হবে। নতুন বিচারিক কাঠামো গড়ে তুলতে হবে। যারা এখনো বিচার পায়নি, সে সকল ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। গ্রেপ্তার-গ্রেপ্তার খেলা আর মানতে রাজি নই আমরা। ধর্ষণের স্থায়ী সমাধান করা দরকার। রাষ্ট্রের বিচারিক ব্যবস্থাকে গড়ে তুলে সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশকে নিরাপদ দেশে পরিণত করতে পারি।”