রিয়া গোপের নামে ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্স

নারায়ণগঞ্জ শহরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিজ বাড়ির ছাদে খেলার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ৬ বছরের শিশু রিয়া গোপের স্মরণে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’ রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকার ব্যবসায়ী দীপক কুমার গোপের একমাত্র কন্যা ছিলেন রিয়া গোপ। ২০২৪ সালের ১৯ জুলাই, দুপুরে নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় নিজেদের পাঁচতলা বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয় রিয়া। রক্তাক্ত অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয় রিয়াকে। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাঁচদিন আইসিইউতে থাকার পর ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট্ট রিয়া।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে সেই সময় শহরের ডিআইটি এলাকায় আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে দলটির সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদ টিটুকে নিয়ে ওই সন্ত্রাসী বাহিনীকে নেতৃত্ব দেন। আন্দোলনকারীদের সাথে শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষ চলাকালীন রিয়া গোপ গুলিবিদ্ধ হন বলে অভিযোগ আছে।
এছাড়া সেইসময় আন্দোলনকারীদের দমাতে হেলিকপ্টার থেকেও টিয়ারগ্যাস ও গুলি ছোড়া হয় বলে জানা গেছে।