স্বজন হত্যা মামলায় ওসমান পরিবার ঘনিষ্ঠ রানা ৪ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের চিহ্নিত ভূমিদস্যু ও ওসমান পরিবার ঘনিষ্ঠ এসএম রানাকে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে রিমান্ড শুনানি হয়।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, সদর থানার আবুল হাসান স্বজন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এসএম রানাকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ আগস্ট আন্দোলন চলাকালীন শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি আবুল হাসান স্বজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান তিনি।
আন্দোলনের তীব্রতার মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে স্বজন হত্যার ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন তার ভাই। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে আওয়ামী লীগের মন্ত্রী ও নেতা-কর্মীদের আসামি করা হয়।
এদিকে, গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে দুবাই যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসএম রানাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জ ক্লাবের সামনে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ রয়েছে।
এছাড়াও, এসএম রানার বিরুদ্ধে জমি দখল, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ফতুল্লার পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের সময় ভূমি অধিগ্রহণের বিভিন্ন দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ভূমি মালিকদের ভুল তথ্য দিয়ে তাদের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জমির মালিকদের ভয়ভীতি প্রদর্শন করে জমির দখল নেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়রা দাবি করেন, তিনি বিভিন্ন কৌশলে জমির মালিকদের সঙ্গে চুক্তি করে পরে জোরপূর্বক তাদের জমি নিজের নামে লিখিয়ে নিতেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের ৪২ লাখ টাকা উদ্ধারকাণ্ডে তার নাম উঠে এসেছিল। তবে সেই সময় তিনি আইনি প্রক্রিয়ার ফাঁকফোকর দিয়ে রেহাই পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।