মুয়াল্লিমদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগরী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে মুয়াল্লিমদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে শহরের মাসদাইর এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান পরিচালক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ওলামা মাশায়েখ পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা সাইফুদ্দিন মনির, যিনি কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালিমুল কুরআন ফাউন্ডেশন নারায়ণগঞ্জ মহানগরীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালিমুল কুরআন ফাউন্ডেশন নারায়ণগঞ্জ মহানগরীর উপদেষ্টা ও মোয়াল্লিম এইচ এম নাসির উদ্দিন।
কর্মশালায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানার মুয়াল্লিমদের শিক্ষাদান পদ্ধতি, ধর্মীয় জ্ঞান বৃদ্ধি ও নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।