বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার
গণ-অভ্যুত্থান পরবর্তী র্যাবের হাতে গ্রেফতার ৩০৮

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে অবনতি হয়। সেসময় বিভিন্ন স্থানে হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ সংঘটিত হতে থাকে। এসব অপরাধ নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রশাসন, এবং র্যাব-১১ তাদের আওতাধীন এলাকাগুলোতে অভিযান চালাতে শুরু করে।
র্যাব-১১ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মেজর ইশতিয়াক হোসাইন বুধবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ৫ আগস্ট থেকে বর্তমানে পর্যন্ত তাদের অভিযানে ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৫৭ জন, ধর্ষণ মামলায় ২০ জন, অস্ত্র মামলায় ৪ জন, অপহরণকারী ১১ জন, ছিনতাইকারী ও ডাকাত ২১ জন, জেল পলাতক আসামী ৩২ জন এবং ১৯৮ জন মাদক কারবারি। এছাড়া ১৪ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালিকানাধীন ৭১টি অস্ত্র এবং ১ হাজার ২৬৫ রাউন্ড গোলাবারুদ ছাড়াও, ফতুল্লা এলাকা থেকে ১শ বোতল ফেন্সিডিলসহ পেশাদার মাদক বিক্রেতা মো. মোকশেদুর রহমান নাদিম (৫২) কে আটক করা হয়। র্যাব জানায়, নাদিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি একটি পেশাদার মাদক চক্রের সদস্য।
র্যাব-১১ এর কর্মকর্তারা জানান, এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য র্যাব তাদের কার্যক্রম চলমান রাখবে।