১২ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১২, ১২ ফেব্রুয়ারি ২০২৫

তানজিম হোমিওপ্যাথির অধ্যক্ষের বিরুদ্ধে গাছ কেটে ফেলার অভিযোগ

তানজিম হোমিওপ্যাথির অধ্যক্ষের বিরুদ্ধে গাছ কেটে ফেলার অভিযোগ

নারায়ণগঞ্জের তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আশরাফুর রহমানের বিরুদ্ধে অর্ধশত গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, বন ও পরিবেশ বিভাগের কোনো অনুমতি ছাড়াই গত জানুয়ারি মাসে কলেজ কর্তৃপক্ষ গাছগুলো কেটে ফেলে।

স্থানীয় সমাজকর্মী ইমরান কাউসার জানান, ১৫ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত কয়েক দফায় কলেজের অর্ধশত ফলজ ও বনজ গাছ কাটা হয়। এই গাছগুলোর বয়স ছিল ২৫-৩০ বছর এবং এসব গাছ কলেজের স্মৃতির সাক্ষী ছিল। এলাকাবাসী বাধা দিলেও তাদের কথা উপেক্ষা করে গাছ কেটে ফেলেন অধ্যক্ষ।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ২ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর প্রায় ১০ দিন পর বুধবার নারায়ণগঞ্জ বন বিভাগের কাছে আরেকটি লিখিত অভিযোগ দাখিল করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আশরাফুর রহমান অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, গাছ কাটার বিষয়ে তিনি কোনো ভুল করেননি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সহকারী বন সংরক্ষক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, অভিযোগটি পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, অনুমোদন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা বেআইনি। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। 
 

সর্বশেষ

জনপ্রিয়