৯ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে তরুণের ‘আত্মহত্যা’
নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণ আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম রুবায়েত রাজ হাসনাত ওরফে অপূর্ব। ২২ বছর বয়সী এই তরুণ ওই এলাকার ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের ছেলে।
প্ল্যাটিনাম টাওয়ার নামে নয়তলা ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে পরিবারের সাথে ভাড়া থাকতেন অপূর্ব।
প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণে ওই তরুণ ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন আহমেদ।
তবে, আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।