০৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

শীতলক্ষ্যায় ভাসছিল যুবকের মরদেহ

শীতলক্ষ্যায় ভাসছিল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর হাজীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পায়নি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ কর্মকর্তা আমিনুল হক বলেন, ‘আমরা তথ্য পেয়ে হাজীগঞ্জ ঘাট থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। এ সময় তার পরনে ছিল শার্ট ও প্যান্ট। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণে নিশ্চিত হওয়া যাবে।’

সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়