০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

শহরে যানজট নিরসনে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

শহরে যানজট নিরসনে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ শহরের যানজট সমস্যা নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধভাবে পার্কিং করা তিনটি প্রাইভেট কারকে অর্থ জরিমানা ও ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি, ফুটপাত দখল করে রাখা ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সড়ক, বঙ্গবন্ধু সড়ক ও মীর জুমলা সড়কে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, জেলা কার্যালয় বিআরটিএ মোটরযান পরিদর্শক সাইফুল কবির, বিজিবি ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার বলেন, "আমরা ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এটি চলমান থাকবে। জনগণের চলাচল নির্বিঘ্ন করতে আইন প্রয়োগ করা হবে।"

সর্বশেষ

জনপ্রিয়