০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

নগরীতে ইজিবাইক চালকদের অবরোধ, ভোগান্তি

নগরীতে ইজিবাইক চালকদের অবরোধ, ভোগান্তি

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে ভেতর লাইসেন্সবিহীন কোনো ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইক চলাচলে কড়াকড়ি করেছে স্থানীয় প্রশাসন। তবে, শহরে চলাচলের সুযোগ চেয়ে বিক্ষোভ করেছে ইজিবাইক (অটো) চালকরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ দাবিতে ইজিবাইক চালকরা প্রায় তিনঘন্টা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটি অবরোধ করে রাখেন। পরে বিকেলেও চাষাঢ়ায় তারা অবরোধ করেন।

এতে নগরীতে তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে শিক্ষার্থীরা।

সকাল দশটার দিকে নগরীর মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের সামনের ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটি অবরোধ করেন ইজিবাইক চালকরা। তারা শহরের ভেতরে যানবাহন প্রবেশে বাধা সৃষ্টি করেন। একই সময় নগরীর অপরপ্রান্ত আইইটি স্কুলের সামনে চাষাঢ়া-শিমরাইল সড়কেও অবস্থান নেন আরেকদল ইজিবাইক চালক।

শিক্ষার্থীদের অনুরোধে দুপুর একটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের অবরোধ তুলে নিলেও বিকেলে ফের চাষাঢ়ার মোড়ে আবারও জড়ো হন ইজিবাইক চালকরা। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

ইজিবাইক চালকরা বলেন, গত দুইদিন ধরে তাদের শহরে প্রবেশে বাধা দিচ্ছে ট্রাফিক পুলিশ ও যানজট নিরসনের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের কর্মীরা। কেউ শহরে প্রবেশ করলে তাদের জরিমানা ও যানবাহন জব্দ করা হচ্ছে। তাদের নির্দিষ্ট কিছু রুটে চলাচলের ব্যবস্থা করে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন তারা।
এদিকে, অবরোধের কারণে যাতায়াতের জন্য কোনো বাহন না পেয়ে অনেকেই গন্তব্যে পৌঁছেছেন হেঁটে। অবরোধের কারণে যানজটেও ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।

বেলা একটার দিকে যানবাহন না পেয়ে স্কুলপড়ুয়া কন্যাকে নিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন লুৎফা বেগম। তিনি বলেন, ‘এমনিতেই প্রতিদিন জ্যাম থাকে। তার উপর প্রতিদিন কোনো না কোনো কারণে বিক্ষোভ, সমাবেশ লেগেই থাকে। একটা দিন শান্তিতে কাটানো যায় না। আজ তো গাড়ি প্রবেশই বন্ধ। বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।’
‘এসব সমস্যার সমাধানের কেউ কি নেই? আমরা এইসব কিছুর থেকে পরিত্রান চাই’, যোগ করেন এ নারী।

স্নাতকের ছাত্র মো. জনি বলেন, ‘সরকারি তোলারাম কলেজে পরীক্ষা চলছে। কর্মস্থল থেকে ছুটি নিয়ে কলেজে যাচ্ছি। কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে। কিন্তু সময়মতো পৌঁছাতে পারবো কিনা জানি না।’ এই বলেই হাঁটা ধরেন ওই শিক্ষার্থী।

এদিকে, মাসদাইরে অবরোধের সময় সেখানে থাকা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান  বলেন, ‘শহরে লাইসেন্সবিহীন কোনো যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অটোচালকদের (ইজিবাইক চালক) দাবিগুলো সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সাথেআলোচনা করে, সরকারিভাবে কতটুকু ছাড় দেওয়া যায়, সে বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত হবে।’

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরে যানজটের বিষয়টি নতুন কোনো ঘটনা নয়। তবে, কয়েক মাস ধরে নানা কারণে এই যানজট আরও তীব্র হয়েছে। বিভিন্ন মহল থেকে যানজট নিরসনে স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি এসেছে। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতাদের নিয়ে মতবিনিময় সভাতেও এই প্রসঙ্গ উঠে আসে। পরে জেলা প্রশাসন যানজট নিরসনে লাইসেন্সবিহীন যান চলাচল ও অবৈধ পার্কিং বন্ধ, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। এরপরই দুইদিন ধরে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযান চলছে।
 

সর্বশেষ

জনপ্রিয়