চাষাড়া-ফতুল্লা-ঢাকা সড়ক প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন
চাষাড়া পুলিশ ফাঁড়ি ও ডাকবাংলো সংলগ্ন চাষাড়া-ফতুল্লা-ঢাকা সড়কটি প্রশস্তকরণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এবি সিদ্দিকের সভাপতিত্বে এবং জহিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন চুন্নু, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল হক দীপু, সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার, সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নাসির উদ্দিন মন্টু, নারী নেত্রী পপি রানী সরকার, শিক্ষিকা উম্মে লায়লা, সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ, কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, চাষাড়া পুলিশ ফাঁড়ি ও ডাকবাংলো সংলগ্ন রাস্তার মুখটি একটি মরণফাঁদে পরিণত হয়েছে। এলাকাটিতে নারায়ণগঞ্জ মহিলা কলেজ, সরকারি তোলারাম কলেজ, চেইঞ্জেস স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। ফলে প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পথচারীকে ঝুঁকির মধ্যে দিয়ে চলাচল করতে হয়।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নাগরিক সমাজ এ রাস্তাটি প্রশস্তকরণের দাবি জানিয়ে এলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। একাধিকবার টেন্ডার আহ্বান করা হলেও কাজ শুরু হয়নি, যা নগরবাসীর জন্য এক চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত চাষাড়া রেললাইন থেকে পঞ্চবটীমুখী রাস্তাটি প্রশস্ত করে জনদুর্ভোগ কমানোর জোর দাবি জানান এবং এক মাসের আল্টিমেটাম দেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হয়, তবে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন নাগরিক নেতৃবৃন্দ। পরে তারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।