০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২৫

৯ দফা দাবিতে ডিসিকে ’আমরা নারায়ণগঞ্জবাসী’র স্মারকলিপি

৯ দফা দাবিতে ডিসিকে ’আমরা নারায়ণগঞ্জবাসী’র স্মারকলিপি

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন, জেলাকে বিশেষ শ্রেণির মর্যাদায় উন্নীতকরণ এবং “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ” গঠনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে "আমরা নারায়ণগঞ্জবাসী" সংগঠন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ-এর নেতৃত্বে সংগঠনের নেতারা এই ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে ঢাকা-নারায়ণগঞ্জ রেল চলাচলের ৩টি বিকল্প প্রস্তাব উল্লেখ করেন তারা। চাষাড়া থেকে কমলাপুর পর্যন্ত রেল চলাচল সীমাবদ্ধ রাখা, চাষাড়া থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশন পর্যন্ত উড়াল বা পাতাল রেলপথ নির্মাণ, ১নং রেলগেট থেকে চাষাড়া রেলগেট পর্যন্ত রেলপথ সড়কে রূপান্তর করা।
এছাড়া মীরজুমলা রোড থেকে অবৈধ দখল উচ্ছেদ করে যান চলাচল নির্বিঘ্ন করা, বঙ্গবন্ধু সড়ক, শায়েস্তা খাঁ সড়ক ও সিরাজউদ্দৌলা সড়ক থেকে অবৈধ দোকান অপসারণ, চাষাড়া রেললাইন সংলগ্ন পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলো স্থানান্তর করে সড়ক প্রশস্ত করা, আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের সামনে ফুটপাথে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ, লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত মিশুক/অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা, বাস স্টেশন চাষাড়ায় স্থানান্তর এবং যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা বন্ধ করা, নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলা ঘোষণা করা (যেমন গাজীপুর জেলা বিশেষ মর্যাদা পাচ্ছে), "রাজউক"-এর পরিবর্তে "নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ" গঠন।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, সহ-সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, রমজান উল রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. নূর হোসেন মোল্লা, প্রচার ও দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, ক্রীড়া সম্পাদক হাজী মো. জাহাঙ্গীর কবির পোকন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু। 

সর্বশেষ

জনপ্রিয়