বক্তাবলীতে দুটি অবৈধ ইটভাটা বন্ধ, ২ লক্ষ টাকা জরিমানা
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে দুটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মেসার্স জাফর ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং মেসার্স নবীন ব্রিকসের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। অভিযানে ইটভাটার কাঁচা ইট ও কিলনে থাকা ইট ধ্বংস করতে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে পরিবেশদূষণ রোধে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। পরিবেশ রক্ষায় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।